ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

সবার আগে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করবো। এই উপায়ে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। সঠিক উপায়ে ডিগ্রি রেজাল্ট দেখতে এবং ডিগ্রি রেজাল্ট সম্পর্কিত তথ্য জানতে সম্পূর্ণ পোস্টি পড়ুন।

ডিগ্রি ১ম বর্ষের ফলাফলের মার্কশিট চেক করার উপায়

ডিগ্রি ১ম বর্ষের ফলাফল চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার খুলতে হবে। তার পরে NU Result লিখে সার্চ করতে হবে তারপরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেটিতে প্রবেশ করবেন। আপনাদের বুঝার সুবিধার জন্য নিচে ওয়েবসাইটের ছবি যুক্ত করে দেয়া হলো।

ডিগ্রী ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

উপরে দেখানো ওয়েবসাইটে প্রবেশের পরে ওয়েবসাইটির মাঝবরাবর Search অপশন এর নিচে +Degree লিখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেখানে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে First Year অপশনে ক্লিক করুন পরে ডানপাশে বেশ কিছু অপশন আসবে সেখান Bachelor Degree (Pass) First Year এর নিচে Individual Result অপশনটি সিলেক্ট করবেন।

তারপর Exam. Roll: এর পাশে ফাঁকা স্থানে আপনার Exam. Roll লিখবেন ঠিক একইভাবে Registraion: এর পাশে আপনার Registraion নাম্বার লিখবেন এবং Exam. Year: এর পাশে আপনার পরীক্ষার সাল লিখবেন তারপর নিচের বাক্স এ কিছু লিখা দেখতে পাবেন অর্থাৎ ক্যাপচা তার নিচের বাক্স এ ক্যাপচা লিখে একবার সমস্ত কিছু চেক করবেন ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে নিচে থাকা Search Result বাটনটিতে ক্লিক করবেন। তারপর একটু লোড হওয়ার পরে আপনার রেজাল্ট দেখাবে। সেখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন এবং আপনি কোন সাবজেক্ট এ কি পেয়েছেন তাও দেখতে পাবেন।

আরও পড়ুনঃ আসসালামু আলাইকুম অর্থ ও সহিহ শুদ্ধভাবে সম্পূর্ণ সালাম শিখেনিন

শেষ কথা

উপরের শেয়ার করা তথ্য গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট মার্কশীট সহ দেখতে পাবেন। এ ছাড়াও যদি আপনার অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন যথাযথ চেষ্টা করব তথ্য দিয়ে সাহায্য করার। আমার লিখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সম্পূর্ণ পোস্টি পড়ার জন্য ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button