নিজের শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার নিয়ম।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আজকে আমি নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার নিয়ম জানাবো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজ প্রতিষ্ঠানের জেএসসি,এসএসসি, এইচএসসি এই তিন বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক।
নিজের শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার উপায়
প্রথমে আপনারা নিচে ছবি দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপরে Examination এর জায়গায় আপনারা যেই বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন। Year এর জায়গায় যেই যেই বছরের রেজাল্ট দেখতে চান সেই বছরটি সিলেক্ট করুন।Board এর জায়গায় আপনারা যেই বোর্ডের রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন। Result Type এর জায়গায় Institution Result সিলেক্ট করুন। তারপর অটোমেটিক একটিভ পেজ আসবে। সেখানে, EIIN এর জায়গায় আপনার প্রতিষ্ঠানটির EIIN নাম্বার দিন। এবং Security Key এর ছবিতে যেই নাম্বারটি দেখতে পাবেন সেটি নিচের বক্সে হুবহু তুলুন। তারপর Get Result এ ক্লিক করুন।

তারপর এ আপনারা আপনাদের প্রতিষ্ঠানের রেজাল্টটি পেয়ে যাবেন। রোল নাম্বার এবং পয়েন্ট সহ রেজাল্ট পেতে নিচে দেখানো বাটনটিতে ক্লিক করবেন।

পিডিএফ সেভ হয়ে গেলে সেটি ওপেন করবেন। এখানে আপনারা রোল নম্বর এবং পয়েন্ট সহ রেজাল্ট পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
যেভাবে নিজের প্রতিষ্ঠানের EIIN নম্বর বের করবেন।
EIIN এর ঠিক ডান পাশেই list লেখা আছে সেখানে ক্লিক করুন।

তারপরের পেজে উপরে ডান দিকে সার্চ অপশন আছে, সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম সার্চ করুন।

তাহলেই আপনার প্রতিষ্ঠানটি চলে আসবে EIIN নাম্বার সহ। সেখান থেকে নাম্বারটি দেখে নিন।

তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।