সেরা ১০০+ মেহেদী ডিজাইন ছবি ২০২৩

মানুষ সৌন্দর্যের পূজারী। অর্থাৎ মানুষ সৌন্দর্য কে অধিক পছন্দ করে থাকে। স্পেশালি মেয়েরা তাদের নিজেদের সাজাতে বেশি পছন্দ করে। আর এই সৌন্দর্য কে অধিক ভাবে উপভোগ্য করে তুলে মেহেদী। যে কোনো উৎসব অনুষ্ঠান এলেই মানুষ হাতে পায়ে মেহেদী লাগিয়ে থাকে। তাই আজকে আমরা ১০০+ সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন ( Mehndi Design ) নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সাথে ছবি শেয়ার করবো।
মেহেদী ছেলে-মেয়ে উভয়ই লাগিয়ে থাকে। তবে ছেলেরা অল্প সংখ্যক আছে যারা মেহেদী লাগাতে ভালোবেসে। অধিকাংশ ছেলেরাই মেহেদী লাগাতে পছন্দ করে না। কিন্তু সব মেয়েই মেহেদী লাগাতে পছন্দ করে। মেয়েরা হাত – পা উভয় স্থানেই মেহেদী লাগিয়ে থাকে। এখন আমরা আপনাদের সাথে অনেক রকমের মেহেদী ডিজাইন শেয়ার করবো। আশাকরি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
সিম্পল মেহেদী ডিজাইন
মেহেদী ডিজাইন অনেক রকমেরই হয়ে থাকে। তবে তার মধ্যে সিম্পল মেহেদী ডিজাইন সবার আগে আসে। অল্প সংখ্যক মানুষ আছে যারা এই সিম্পল মেহেদী ডিজাইন পছন্দ করে। স্পেশালি যেসব ছেলেরা হাতে মেহেদী লাগিয়ে থাকে তারা এসব সিম্পল ডিজাইন বেশি পছন্দ করে। অনেক সময় আছে তারাহুরো করে মেহেদী নেওয়া হয় যখন হাতে কম থাকে। তখন এই ডিজাইন অনেক বেশি কার্যকরী ভুমিকা পালন করে।














ছোটদের মেহেদী ডিজাইন
শুধু যে বড়রাই মেহেদী লাগাতে ভালোবাসে বিষয়টি তা নয়। এখনকার সময়ে ছোট ছোটরা ছেলে-মেয়েরাও হাতে মেহেদী লাগাতে অনেক বেশি ভালোবাসে। তারাও কোনো উৎসব এলে হাতে মেহেদী লাগায়। ছোট মেয়েরা অনেকে পায়েও মেহেদী লাগিয়ে থাকে। অনেক সময় বাড়ির বড় সদস্যরা ছোটদের মেহেদী জোর করে দিয়ে দেয়। কিংবা সবার মেহেদী নেওয়া দেখে আগ্রহে তারাও মেহেদী লাগিয়ে থাকে। তাই এখানে ছোটদের জন্য কিছু সিম্পল এবং গর্জিয়াস উভয় মেহেদী ডিজাইন শেয়ার করবো।











বৈশাখের মেহেদি ডিজাইন
বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালীদের অনেক বড় একটি উৎসব। এই বিশেষ দিনে বাঙালিরা অনেকভাবে নিজেদের সজ্জিত করে। এই দিনে অধিকাংশ নারীরাই হাতে মেহেদী পরে থাকে। তাই নববর্ষের কথা মাথায় থেকে নববর্ষের সংস্কৃতির সাথে মিল রেখে আমরা কিছু মেহেদী ডিজাইন শেয়ার করবো। যা আপনাদের সৌন্দর্য কে আরো বাড়িয়ে তুলবে।













গর্জিয়াস মেহেদী ডিজাইন
আসলে আমাদের দেশের প্রায় নব্বই ভাগের বেশি মানুষ যারা হাতে মেহেদী পড়ে তারা এই গর্জিয়াস ডিজাইন পছন্দ করে। তাই আমরা আপনাদের পছন্দের কথা মাথায় রেখে কিছু গর্জিয়াস মেহেদী ডিজাইন শেয়ার করবো যা আপনাদের হাতের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করবে। আশাকরি ডিজাইন গুলো আপনাদের ভালো লাগবে।




ঈদের মেহেদী ডিজাইন
আমাদের দেশের অধিকাংশ মানুষই মুসলিম। শতকরা ৯৫ ভাগই মুসলিম। তাই ঈদের সময় আসলে চারদিকে উৎসব মুখোর পরিবেশ সৃষ্টি হয়। ঈদ আসলে মুসলিম পরিবারগুলো খুশির যেন সিমা থাকে না। নতুন নতুন পোষাক আর সাথে অনেক সুন্দর করে মেহেদী লাগানোই যেন তাদের প্রধান কাজ হয়ে দাড়ায়। ঈদের সময় আমাদের দেশের ঘরে ঘরে ছেলে-মেয়েদের মেহেদী লাগানোর প্রতিযোগীতা শুরু হয়ে যায়। তাই আমরা এখন আপনাদের সাথে ঈদের দিনে এই প্রতিযোগীয় জয়লাভ করার মতো কিছু মেহেদী ডিজাইন শেয়ার করবো৷ যা হয়তো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে।


















বিয়ের মেহেদী ডিজাইন
আমাদের দেশে বিবাহের সময় বর কনে উভয়ই হাতে মেহেদী লাগিয়ে থাকে। শুধুমাত্র যে বর কনে হাতে মেহেদী লাগায় তা নয়। বিবাহের সময় আত্মীয়স্বজনরাও অনেকে হাতে মেহেদী লাগিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠানে অনেক গর্জিয়াসভাবেই হাতে মেহেদী নিতে পছন্দ করে সবাই। স্পেশালি কনে অনেক বেশি গর্জিয়াসভাবে হাতে মেহেদী লাগিয়ে থাকে। আপনার মনের মতো হতে পারে বিয়ের দিন লাগানোর মতো এমন কিছু মেহেদী ডিজাইন আপনাদের সাথে এখন শেয়ার করবো।








অন্যান্য উৎসব অনুষ্ঠানের জন্য মেহেদী ডিজাইন
বাংলাদেশে মুসলিম ছাড়াও আরো অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। মুসলিম নেয় তাদের অনেক উৎসব আছে। যেমন হিন্দুদের নিয়ে একটি কথা প্রচলিত আছে যে বারোমাসে তেরো পার্বণ। অর্থাৎ তাদের বারো মাসে তেরো পূজা হয়ে থাকে। এছাড়াও আরো অনেক অনুষ্ঠান হয়ে থাকে। সাথে অন্যান্য ধর্মাবলম্বীদেরও অনেক উৎসব থাকে। এসব উৎসবের কথা মাথায় রেখে এখন আপনাদের সাথে কিছু মেহেদী ডিজাইন শেয়ার করবো।




পায়ের মেহেদী ডিজাইন
আমাদের দেশের অনেক নারী আছে যারা পায়ে মেহেদী পড়তেও পছন্দ করে। বিভিন্ন উৎসব এলে তারা তো হাতে মেহেদী লাগায়ই। আবার অনেক সময় তারা পায়ে মেহেদী লাগিয়ে থাকে। তাই সেইসব কথা মাথায় রেখে এখন আপনাদের সাথে কিছু পায়ের অভিনব মেহেদী ডিজাইন শেয়ার করবো।


ট্যাটু মেহেদী ডিজাইন
আমাদের দেশ মুসলিম প্রধান দেশ। আর মুসলিমরা ট্যাটু করে থাকে না। কারণ এটা মুসলিমদের জন্য হারাম। এজন্য ঈদের সময় বা অন্যান্য উৎসবে আমাদের দেশের ছেলেরা ট্যাটুর মতো মেহেদী নিতে ভালোবাসে। তাই এইসব মানুষদের জন্য এখন কিছু ট্যাটু মেহেদী ডিজাইন শেয়ার করবো।

বিশেষ কিছু কথা: মেহেদী লাগানোর সময় অনেক বেশি সতর্ক থাকবেন। অনেকের মেহেদী তে এলার্জি থাকে। তাদের অনেক সমস্যা হয়। তাই যাদের এলার্জির সমস্যা আছে, কিংবা চর্মরোগ আছে তারা মেহেদী না নেওয়াই উত্তম। আর ছোটদের মেহেদী লাগিয়ে দিলে সাবধানে দিবেন, ভালো মানের মেহেদী দিবেন, কেনার আগে অবশ্যই যাচাই করবেন যে এটায় এলার্জি থাকলে কোনো সমস্যা হবে কিনা। যদি হয় তাহলে ছোটদের দিবেন না।