এয়ারটেল সিমের প্রয়োজনীয় সকল চেক কোড

আপনি যদি এয়ারটেল বিষয়ক কোনো প্রয়োজনীয় কোড খুজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে Airtel এর চেক কোড গুলো পেয়ে যাবেন। নিতে সকল চেক কোড গুলো সম্পর্কে তথ্যi দেয়া হলো আপনার প্রয়োজনীয় কোডটি সংরক্ষণ করুন।

এখানে আপনার এয়ারটেল সিমের দৈনন্দিন প্রয়োজনীয় চেক কোড গুলো দেওয়া হলো।

এয়ারটেল নাম্বার চেক 

আপনার মোবাইলে থাকা এয়ারটেল সিমের নাম্বার দেখতে ডায়াল করুন *121*6*3# বা *2#.

  • এয়ারটেল নাম্বার চেক কোড *121*6*3# বা *২#
  • আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন নাম্বার চেক কোড।
  • কিছুক্ষণের মধ্যেই এয়ারটেল আপনার মোবাইলে থাকা নাম্বারটি জানিয়ে দেবে।

এয়ারটেল ব্যালেন্স চেক 

আপনি কি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট ব্যালেন্স চেক করতে চান।

  • এয়ারটেল ব্যালেন্স চেক কোড *775# বা *1#
  • আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন এয়ারটেল ব্যালেন্স চেক কোড।
  • কিছুক্ষণের মধ্যে আপনার সামনে প্রদর্শিত হবে আপনার এয়ারটেল সিমে থাকা অবশিষ্ট ব্যালেন্স।

এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক 

আপনি যদি আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

  • এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড *778*39# বা *778*4#
  • আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড।
  • কিছুক্ষণের মধ্যেই Airtel আপনাকে আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানিয়ে দিবে।

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক 

আপনি যদি আপনার মোবাইলে টাকা এয়ারটেল সিমের অবশিষ্ট মিনিট অফার এর ব্যালেন্স চেক করতে চান। তাহলে আমাদের দেওয়া ইউএসএসডি এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স দেখতে পারবেন।

  • অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*5#

এয়ারটেল এসএমএস চেক 

আপনার এয়ারটেল সিমের অবশিষ্ট এসএমএস অফার এর ব্যালেন্স দেখতে চান। আপনি খুব সহজেই আমাদের দেওয়া ইউএসএস এর মাধ্যমে আপনার অবশিষ্ট এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন।

  • এয়ারটেল এসএমএস ব্যালেন্স দেখতে ডায়াল করুন *778*2#

এয়ারটেল এম এম এস চেক 

আপনি যদি আপনার এয়ারটেল সিমের এম এম এস চেক করতে চান তাহলে ডায়াল করুন

  • *778*13#

মাই এয়ারটেল এর মাধ্যমে সকল ব্যালেন্স চেক

আপনি খুব সহজে মাই এয়ারটেল এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল ব্যালেন্স জেনে নিতে পারেন।

  • গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপ টি ইন্সটল করুন।
  • এখন আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে একাউন্ট খুলে লগইন করুন।
  • এখন আপনি খুব সহজে ভেতর থেকে আপনার প্রয়োজনীয় সকল ব্যালেন্স চেক করতে পারবেন।

আশা করি আপনি আপনার প্রয়োজনীয় কোডটি পেয়ে গেছেন। এখানে দেওয়া সকল তথ্যগুলো আমরা এয়ারটেল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। এ পোস্টে কোনরকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *