এয়ারটেল নাম্বার চেক কোড ? আপনি কি আপনার মোবাইলে থাকা এয়ারটেল সিম নাম্বারটি দেখতে চান বা আপনি ভুলে গেছেন আপনার মোবাইলে থাকা এয়ারটেল নাম্বার। এখন কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেখবেন বুঝতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে আজকে আমাদের পোস্ট। আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত দিনের পর দিন আধুনিক হচ্ছে। আমরা একসাথে একাধিক মোবাইল ব্যবহার করি যার কারণে আমাদের মোবাইল নাম্বারে রিচার্জ করতে সমস্যা হয়। এয়ারটেল নাম্বার চেক করা একদম সহজ আপনি খুব সহজেই আপনার মোবাইলে থাকা নাম্বারটি কোডের মাধ্যমে চেক করতে পারবেন। নিচে সমস্ত তথ্যগুলো দেয়া হলো কিভাবে আপনি আপনার মোবাইলে থাকা এয়ারটেল নাম্বারটি চেক করবেন।
এয়ারটেল নাম্বার চেক কোড
আপনি খুব সহজেই আপনার মোবাইলে থাকা এয়ারটেল নাম্বারটি চেক করতে পারবেন। আপনার মোবাইলে থাকা বর্তমান এয়ারটেল নাম্বারটি চেক করতে ডায়াল করুন *২# বা *১২১*৭*৩#
এয়ারটেল ডায়াল করুন *২# বা *১২১*৭*৩#
কিভাবে নিজের এয়ারটেল নাম্বার চেক করবেন
আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন আপনার এয়ারটেল নাম্বার। আপনি হয়তো জানেন না বাংলাদেশে এয়ারটেল রবি আজিয়াটা লিমিটেড এর লাইসেন্স এর অধীনে পরিচালিত। এয়ারটেল নাম্বার চেক করা একদমই সোজা। নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।
- আপনার মোবাইলের ডায়াল প্যাড খুলুন।
- এখন ডায়াল করুন *২#।
- আপনার সামনে প্রদর্শিত হবে আপনার মোবাইলে থাকা এয়ারটেল সিম নাম্বার।
- এখন আপনি আপনার এয়ারটেল নাম্বারটা সংরক্ষিত করে রাখুন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার নাম্বারটা চেক করবেন। এয়ারটেল বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল নেটওয়ার্ক অপারেটর। অন্যান্য নেটওয়ার্ক অপারেটর তুলনায় এয়ারটেল আপনাকে উন্নত মানের সেবা দিয়ে থাকে। বর্তমান বাংলাদেশে সবথেকে first 4.5G network speed দেয় এয়ারটেল। অন্যান্য নেটওয়ার্ক অপারেটরদের তুলনায় এয়ারটেল এর সকল অফার গুলোর মূল্য অনেক কম। আপনি যদি এয়ারটেল বিষয়ক তথ্য পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত airtel সিম কার্ড বিষয়ক সকল তথ্য নিয়ে পোস্ট করে থাকি। আমরা আপনাকে সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি। বাংলাদেশের সকল সিম কার্ড বিষয়ক তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।