আজকে আমাদের এই পোস্টে বাংলালিংক সকল চেক কোড সম্পর্কে আপনাকে জানাবো তাই মনোযোগ সহকারে আমাদের সম্পুর্ন পোস্ট পড়ুন।
বাংলাদেশের তৃতীয় বৃহৎ নেটওয়ার্ক অপারেটর কোম্পানি হলো বাংলালিংক। ১৯৯৯ সালে প্রথম বাংলাদেশের জিএসএম ভিত্তিক মুঠোফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো বাংলালিংক। ২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলালিংকের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৩.৬৮ মিলিয়ন । ২০০৬ সালে আগস্ট মাসে বাংলালিংক বেসরকারিভাবে বিটিটিভি সংযোগ থেকে বিনামূল্যে টেলিফোন ধরার সুযোগ করে দেয়। ২০০৫ সালে যাত্রা শুরু করার পর এক যুগ শেষ হওয়ার পরে ৩কোটিরও বেশি বাংলালিংক ব্যবহারকারী । প্রতিনিয়ত মানুষের কাছে বাংলালিংক জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমান বাংলাদেশের তৃতীয় বৃহৎ নেটওয়ার্ক অপারেটর হলো বাংলালিংক।
বাংলালিংকের সকল চেক কোড
আমাদের দেওয়ায় চেক কোড গুলো বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে আপনি ইন্টারনেট চেক কোড, মোবাইল নাম্বার, এসএমএস ,মিনিট ,এমএমএস ও অন্যান্য সকল চেক কোড গুলো পেয়ে যাবেন । বাংলালিংকের সকল চেক কোড গুলো নিচে দেওয়া হল।
- বাংলালিংক সিমের নিজের নাম্বার দেখতে ডায়াল করুন – *511#
- বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কোড – *124#
- বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড – *121*1# অথবা *5000*500#
- বাংলালিংক সিমের স্পেশাল অফার চেক কোড – *888#
- বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিতে ডায়াল করুন – *874#
- বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড – *874*0# অথবা *121*1#
- বাংলালিংক সিমের মিনিট কিনার কোড – *1100#
- বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড – *121*100#
- বাংলালিংক সিমের এস এম এস চেক করার কোড – *124*3#
- বাংলালিংক সিমের মিনিট এবং এস এম এস চেক কোড – *124*2#
- বাংলালিংক সিমের বোনাস টক টাইম এবং মেয়াদ জানতে – *124*3# অথবা *124*4#
- বাংলালিংক নেট সেটিং রিকুয়েস্ট – Type ALL & Sent to 3343
- বাংলালিংক ইন্টারনেট (এমবি) কিনার কোড – *5000#
- বাংলালিংক এমবি চেক কোড – *5000*500#
- বাংলালিংক রিকুয়েস্ট কল – *126*Number#
- বাংলালিংক মিস কল এলার্ট চালু করতে – Type START & Send to 622
- বাংলালিংক মিস কল এলার্ট বন্ধ করতে – Type STOP & Send to 622
- বাংলালিংক সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড – *121*5*1*2*1#
বাংলালিংক কম মূল্যে সকল অফার গুলো দিয়ে থাকে এবং বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবস্থা অনেক উন্নত মানের। এই পোস্টে আপনি বাংলালিংকের সকল ধরনের চেক কোড গুলো পেয়ে যাবেন। খুব সহজেই আপনি বাংলালিংকের যে কোন অফার গুলো চেক করে নিতে পারবেন। আমাদের দেওয়া কোড গুলো থেকে আপনি বাংলালিংক ইন্টারনেট চেক করতে পারবেন ও এসএমএস মিনিট এমএমএস এবং আরো আরো অন্যান্য বিষয়ক যেকোনো কিছু চেক করতে পারবেন খুব সহজেই। এখানে আপনি আপনার প্রয়োজন মত যে চেক করতে দরকার সেই চেক কোড সংগ্রহ করে নেবেন। আপনি এইচএস কোড গুলো একবার মনে রাখলে আরে চেক কোড গুলো খুঁজতে হবে না।
আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সঠিক তথ্য দেওয়ার এর মধ্যে আমাদের পোষ্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের এই সকল তথ্য গুলো বাংলালিংক এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আরো এরকম নতুন সকল সিম কার্ড বিষয়ক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।