নগদ একাউন্ট ব্যবহারের সুবিধা ২০২৩

বর্তমানে বাংলাদেশে এমন কেউ নেই যে নগদের নাম শোনেনি। আপনি যদি একজন নগদ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নগদ এর সুবিধা সমূহ জানা দরকার। আর আপনি যদি একজন নগদ ব্যবহারকারী না হয়ে থাকেন তাহলেও আপনার নগদ ব্যবহারের সুবিধা গুলো জানা দরকার। কারন,জানা থাকলে আপনারাও প্রাইমারি মোবাইল ব্যাংকিং হিসাবে নগদকে বেছে নিতে পারেন। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন।
নগদ একাউন্ট ব্যবহার করলে যে যে সুবিধাগুলো পাবেন:
- কম ক্যাশ আউট চার্জ।
- মোবাইল রিচার্জ।
- বিল পেমেন্ট করা।
- টাকা সঞ্চয়।
- সেন্ট মানি।
- ব্যাংক এবং কার্ড থেকে এডমানি।
- আয়কর পরিশোধ, ইত্যাদি।
কম ক্যাশ আউট চার্জ।
আপনি হয়তো জানেন না যে বাংলাদেশের মধ্যে নগদ ই সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ কাটে। আপনি চাইলেই নগদ থেকে ক্যাশ আউট করে বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ উপভোগ করতে পারেন। নগদের ক্যাশ আউট চার্জ দুইভাবে হয়ে থাকে। নিচে সেই দুইটি মাধ্যম উল্লেখ করা হলো।
১. ইউ এস এস ডি বা ডায়াল করে।
আপনি যদি নগদের অ্যাপস ব্যবহার না করে কোডের মাধ্যমে নগদ থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনার খরচ পড়বে হাজারে ১২.৯৯ টাকা ভ্যাটসহ ১৪.৯৪ টাকা।
২. অ্যাপ থেকে ক্যাশ আউট করলে।
আর আপনি যদি নগদের অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করেন তাহলে আপনার খরচ পড়বে হাজারে ৯.৯৯ টাকা ভ্যাট সহ ১১.৪৯ টাকা। নগদ ব্যবহারের মাধ্যমে আপনি এই দুইটি উপায়ে ক্যাশ আউট করতে পারবেন।
মোবাইল রিচার্জ।
ক্যাশ আউট করার পাশাপাশি আপনি চাইলে যে কোন প্রয়োজনের সময় নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জও করতে পারবেন। নগদ অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করা খুবই সহজ। মোবাইল রিচার্জ এর জন্য নগদের কোন চার্জ নেই একদম ফ্রি।
বিল পেমেন্ট করা।
নগদ একাউন্ট ব্যবহার করে আপনি চাইলেই কোথাও যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসেই আপনার নগদ ব্যবহার করে পানির বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল সহ আরো বিভিন্ন রকমের বিল সহজেই পরিশোধ করতে পারবেন। তাহলে ভিড়ে গিয়ে দাঁড়িয়ে থাকার ঝামেলা আর নয় আজি নগদে আসুন।
টাকা সঞ্চয়।
এবার ব্যাংকের কোন ঝামেলা ছাড়াই আপনি নগদের মাধ্যমে টাকা সঞ্চয় করতে পারেন এবং সঞ্চয় করার মাধ্যমে ইন্টারেস্ট ও উপভোগ করতে পারেন খুব সহজেই। নগদে আলাদা-আলাদা পরিমাণ টাকা সঞ্চয়ের উপর ভিত্তি করে আলাদা-আলাদা ইন্টারেস্ট প্রদান করা হয়। নগদের সর্বোচ্চ মুনাফার হার হল ৭.৫%। এছাড়াও আপনার সঞ্চয়ের টাকার উপর ভিত্তি করে আপনার মুনাফা কম বেশি হতে পারে।
সেন্ট মানি।
নগদ একাউন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি সেন্ট মানিরও সুবিধা উপভোগ করতে পারবেন। আপনার যদি কোন প্রয়োজনে কাউকে অনলাইনে পেমেন্ট করতে হয় তাহলে নগদের সেন্ট মানি আপনার জন্য সেরা অপশন। বর্তমানে নগদ অ্যাপে নির্দিষ্ট কিছু লিমিট পর্যন্ত সেন্ট মানি একদম ফ্রি।
ব্যাংক এবং কার্ড থেকে এডমানি।
যেকোনো গুরুত্বপূর্ণ সময় আপনার যদি নগদ একাউন্টে ব্যালেন্স প্রয়োজন হয় তাহলে আপনি যে কোন ব্যাংক কিংবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আপনার একাউন্টে টাকা যোগ করতে পারবেন। নগদ অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি এই সেবাটি উপভোগ করতে পারেন।
আয়কর পরিশোধ।
আপনি চাইলেই কোন রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র নগদ অ্যাপ ব্যবহার করে সরকারের ধার্য করা আয়কর খুব সহজেই পরিশোধ করতে পারবেন। কোন রকমের জটিলতা ছাড়াই মাত্র কিছু স্টেপ পূরণ করার মাধ্যমে আপনি এটি করতে পারবেন।
এছাড়াও নগদ অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি আরো অনেক রকম সুবিধা পাবেন। তাহলে কি সিদ্ধান্ত নিলেন আজ থেকেই কি ব্যবহার করবেন নগদ একাউন্ট? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্টে।