বিকাশ ক্যাশ আউট চার্জ ও সেন্ড মানি খরচ ২০২৩

আজকে আমি আলোচনা করব বিকাশের ক্যাশ আউট চার্জ ও সেন্ড মানির খরচ নিয়ে। তো চলুন মেন আলোচনা শুরু করার যাক।
বিকাশের সেন্ড মানি খরচ ২০২৩
বিকাশের সেন্ড মানির খরচ দুই ভাবে হয়ে থাকে।
- প্রিয় নাম্বারে সেন্ড মানি।
- প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোন নাম্বারে সেন্ড মানি।
বিকাশে প্রিয় নাম্বারে সেন্ড মানি খরচ
বিকাশের প্রিয় নাম্বারে সেন্ড মানি একদম ফ্রি। আপনি যদি বিকাশ থেকে আপনার প্রিয় নাম্বারে সেন্ড মানি করেন তাহলে তার জন্য আপনাকে কোন খরচ দিতে হবে না। একটি বিকাশ একাউন্টে মাসে পাঁচটি পর্যন্ত প্রিয় নাম্বার এড করা যায়। তবে আপনি প্রিয় নাম্বার হিসাবে এজেন্ট নাম্বার অ্যাড করতে পারবেন না। সাধারণ বিকাশ পার্সোনাল নাম্বার গুলোই শুধু প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করা যায়। বিকাশের প্রিয় নাম্বারে ফ্রিতে সেন্ড মানি করার শর্তাবলী:
- ১. প্রিয় নাম্বার গুলিতে প্রতি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত ফ্রিতে সেন্ড মানি করা যাবে। তার জন্য কোন চার্জ প্রযোজ্য নয়।
- ২. প্রিয় নাম্বারে ২৫,০০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি খরচ পাঁচ টাকা।
- ৩. প্রিয় নাম্বারে যদি মাসে ৫০০০০ টাকার বেশি লেনদেন হয়। তাহলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোন নাম্বারে সেন্ড মানি খরচ
প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১০০ বা তার নিচের এমাউন্ট সেন্ড মানি করলে কোন চার্জ প্রযোজ্য নয়। ১০১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করলে পাঁচ টাকা চার্জ প্রযোজ্য হবে। এবং ২৫ হাজার টাকার বেশি যেকোনো লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
বিকাশ ক্যাশ আউট চার্জ
বিকাশে ক্যাশ আউটের ক্ষেত্রে অনেকগুলো মাধ্যম রয়েছে। বিভিন্ন মাধ্যমের খরচ বিভিন্ন রকম। তো চলুন সেই বিষয়গুলো আলোচনা করা যায়।
এটিএম থেকে বিকাশে ক্যাশ আউট চার্জ
এটিএম থেকে বিকাশে ক্যাশ আউট করলে প্রতি এক হাজারে খরচ পড়বে ১৪.৯০ টাকা। তবে আপনি এটিএম থেকে তিন হাজার টাকার নিচে ক্যাশ আউট করতে পারবেন না।
বিকাশ অ্যাপস দিয়ে ক্যাশ আউট চার্জ
বিকাশ এপস দিয়ে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৮.৫ টাকা খরচ পড়বে। অর্থাৎ বিকাশ অ্যাপস এর ক্যাশ আউট চার্জ ১.৮৫%।
ইউএসএসডি এর মাধ্যমে বিকাশ ক্যাশ আউট চার্জ
আপনি যদি *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ১.৮৫%। যা এক হাজারে ১৮.৫ টাকা।