সিভি (CV) লেখার সঠিক নিয়ম ২০২৩

সিভি বা কারিকুলাম ভিটা হল এমন একটি ডকুমেন্ট যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ যোগ্যতা গুলো উল্লেখ থাকে। সিভি মূলত ইংরেজিতে লেখা হয়। সঠিক নিয়মে সিভি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক মানুষের চাকরি হয় না এই ভুল সিভির কারণে। আপনি যদি সঠিক সিভি লেখার নিয়ম জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সঠিক নিয়মে সিভি লেখা নিয়ে। তো চলুন শুরু করা যাক।
সিভি লেখার নিয়ম।
১. ব্যক্তিগত তথ্য: এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং ঠিকানা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগের ঠিকানা ও দেওয়া প্রয়োজন পড়তে পারে। এখানে আপনার ছবি দেওয়া অবশ্যই নই।
২. সারাংশ: এখানে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। আপনি কোন ক্যারিয়ার গড়তে চান এবং ক্যারিয়ারের সাথে আপনার বর্তমান চাকরির কি সম্পর্ক এইসব বিষয়ে ১০০ ওয়ার্ড এর মধ্যে লেখার চেষ্টা করবেন। ১০০ ওয়ার্ডের মতো লিখতে পারলে খুব ভালো দেখাবে। তবে প্রয়োজনীয় কথা লিখবেন অযথাই কিছু লিখে ১০০ ওয়ার্ড পূরণ করবেন না। অযথাই ১০০ ওয়ার্ডের কিছু লেখার চেয়ে প্রয়োজনীয় কিছু ওয়ার্ড লেখায় শ্রেয়।
৩. কাজের অভিজ্ঞতা: এই অংশে আপনার বর্তমান এবং অতীতের কাজগুলো নিয়ে লিখতে হবে। আপনি অতীতে কোন কোন ধরনের কাজ করেছেন। আপনি বর্তমানে কি কি কাজ করতে পারেন এবং বর্তমানে কি কাজ করতেছেন সেই সম্বন্ধে লিখতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতা: সাম্প্রতিক ডিগ্রী বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শুরু করুন। এখানে আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল উল্লেখ করার প্রয়োজন নেই।
৫. দক্ষতা ও অর্জন: আপনি যেই চাকরির জন্য আবেদন করতেছেন সেই চাকরির সাথে সম্পর্কিত কোন দক্ষতা থাকলে সেটা এখানে লিখুন। আবেদনকৃত চাকরির সাথে সম্পর্কিত নেই এমন কোন দক্ষতা এখানে দিবেন না। এবং আপনার যদি অতীতের কোন কাজের জন্য কোনো পুরস্কার বা সার্টিফিকেট অর্জন করে থাকেন সেটিও এখানে উল্লেখ করুন।
৬. রেফারেন্স: এখানে আপনার কাজ দক্ষতা এবং যোগ্যতা নিয়ে ভালো ধারণা আছে এমন দুই একজন ব্যক্তির নাম এবং পরিচয় এবং যোগাযোগের তথ্য উল্লেখ করুন। যোগাযোগের তথ্য হিসাবে ব্যক্তিদের কাজ পদবী এবং মোবাইল নম্বর উল্লেখ করবেন।

সিভি ফরম্যাট।
সিভি লেখার জন্য A4 পেজ ব্যবহার করুন। চাকরির ক্ষেত্রে এক-দুই পেজের সিভি লেখার চেষ্টা করুন। আপনার সিভি ভালোভাবে বোঝার জন্য সাভহেডিং,হেডিং সঠিকভাবে ব্যবহার করুন। প্রতিটা লাইনে যথেষ্ট স্পেস ব্যবহার করুন যেন সবাই ভালোভাবে সেটি পড়তে পারে। সিভিতে প্রয়োজনীয় জিনিস লিখবেন। অযথা অপ্রয়োজনীয় কিছু লিখে সিভি বড় করার চেষ্টা করবেন না।
আশা করি সিভি লেখার নিয়ম বুঝতে পেরেছেন। আশা করি এই নিয়ম গুলো মেনে সিভি লিখলে, চাকরি ক্ষেত্রে সিভি নিয়ে কোন অসুবিধা হবে না।