আপনি যদি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। আজকের আর্টিকেলে আমি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ আলোচনা করবো। তাই দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ জানতে চাইলে নিচের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।
আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনারা দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ জানতে পারবেন। এবং দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ একটি ছবিতে পাবেন যেই ছবি ডাউনলোড করে আপনারা গ্যালারিতে রাখতে পারবেন। এবং যখন ইচ্ছা তখন দেখে দেখে পড়তে পারবেন বা মুখস্থ করে নিতে পারবেন। তোর চলুন দেখে নেওয়া যাক দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
দোয়া কুনুত মূল্যবান দোয়া গুলোর মধ্যে থেকে একটি। এটি বেতের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা মিলানোর পর পড়তে হবে। তাহলে বুঝতেই পারছেন দোয়া কুনুত কত মূল্যবান। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বিভিন্ন দোয়া পড়ে থাকি। এসব দোয়া গুলোর মতই আরো একটি আমল হচ্ছে দোয়া কুনুত। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহতালার কাছে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আবেদন তুলে ধরি। এই দোয়া কুনুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝেমধ্যে পড়তেন।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (সা.)-এর নিকটে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আআলা পাঠ করলেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরূন পাঠ করলেন এবং রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনূত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)
আসুন এবার দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনে নেওয়া যাক।
দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
আরবি:

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।
অনুবাদ : হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ

আরও পড়ুন: অযুর দোয়া ও নিয়ত
দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ।শেষ কথা
এই ছিলো আজকের আর্টিকেলে।আশা করি আপনারা দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ জেনেছেন। আজকে আমি আপনাদের সাথে দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ আলোচনা করলাম। এইরকম আরো দোয়া জানতে আমাদের সাথেই থাকুন।