ফিতরা কত টাকা ২০২৩ | ফিতরার পরিমাণ কত ২০২৩

ফিতরা কত টাকা ২০২৩ – ফিতরার পরিমাণ কত ২০২৩: এবছর ফিতার হার জন প্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।
ফিতরা কত টাকা ২০২৩
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির নির্ণয় করা হার অনুযায়ী, গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১১৫ টাকা দিতে হবে, যব দিয়ে আদায় করলে ৩৯৬ টাকা , কিসমিস দিয়ে আদায় করলে ১৬৫০ টাকা , খেজুর দিয়ে আদায় করলে ১৯৮০ টাকা ও পনির দিয়ে আদায় করলে ২৬৪০ টাকা ফিতরা দিতে হবে।
ফিতরার পরিমাণ কত ২০২৩
পণ্যের নাম | পরিমাণ | ফিতরার মূল্য |
গম ও আটা | আধা সা- ১ কেজি ৬৫০ গ্রাম | ১১৫ টাকা |
যব | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ৩৯৬ টাকা |
কিসমিস | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ১,৬৫০ টাকা |
খেজুর | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ১৯৮০ টাকা |
পনির | এক সা- ৩ কেজি ৩০০ গ্রাম | ২৬৪০ টাকা |
দেশের সব বিভাগ থেকে সংগ্রহ করা আটা,যব,কিসমিস,খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসুল্লিরা সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্য বা বাজার মূল্য দিয়ে সদকাতুল ফিতরা আদায় করতে পারবে।
আরও পড়ুন: দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
ফিতরার রেট ২০২৩

এক সা পরিমাণ কত কেজি?
