সকল সিমের কল লিস্ট বের করার উপায় ২০২৩

আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশের যে কোন সিম অপারেটরের কল লিস্ট বের করতে পারবেন। চলুন তার আগে একটু জেনে নেই কেন আমাদের কল লিস্ট বের করার প্রয়োজন পড়তে পারে। মনে করেন আপনার ফোনে অযথায় টাকা কাটতেছে, এছাড়াও আপনি আসলে জানতে চান যে কার সাথে কথা বলে আপনি কত টাকা ফুরিয়েছেন, বা আপনি দুইদিন আগে কারো সাথে ফোনে কথা বলেছিলেন এবং ফোন থেকে সেই নাম্বার ডিলিট করে দিয়েছেন এখন সেই নাম্বারটি আপনার ভিষন দরকার। এইসব ক্ষেত্রে আপনাদের কল লিস্ট বের করার প্রয়োজন পড়ে। বা মনে করেন আপনার গার্লফ্রেন্ড খুব ভদ্র মেয়ে।সে রাত আটটায় আপনাকে ঘুম পাড়িয়ে সেও ঘুমিয়ে যাও। এক্ষেত্রে আপনি তার কল লিস্ট চেক করে দেখতে পারেন। তোর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক

গ্রামীণফোনের কল লিস্ট বের করার উপায় ২০২৩

গ্রামীণফোনের কল লিস্ট বের করার জন্য আপনার ফোনে মাইজিপি অ্যাপস অবশ্যই ইন্সটল থাকতে হবে। তো প্রথমে আপনাদের ফোনে মাইজিপি অ্যাপস টি ইন্সটল করে নিন। এবং তারপর সেটি ওপেন করে মেনুতে প্রবেশ করুন।

তারপরে হিস্ট্রিতে ক্লিক করুন।

তারপর এখান থেকে আপনারা কল হিস্ট্রি সহ আরো অনেক কিছুর হিস্ট্রি ও দেখতে পারবেন।

রবি সিমের কল লিস্ট বের করার উপায় ২০২৩

রবি সিমের কল লিস্ট বের করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপসটি ইন্সটল করতে হবে। তারপর আপনার নাম্বার দিয়ে মাই রবি অ্যাপস এ একাউন্ট ওপেন করতে হবে। তারপর সেখানের মেনু থেকে কল হিস্ট্রিতে ক্লিক করবেন। তাহলেই সেখানে আপনি আপনার ইনকামিং আউটগোয়িং সব কল দেখতে পারবেন।

বাংলালিংক কল লিস্ট বের করার উপায় ২০২৩

বাংলালিংক সিমের কল লিস্ট বের করার জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপ ইন্সটল করতে হবে। তারপরে সেখানে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার নাম্বারে একটি কোড আসবে সেই কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি আপ এ ঢুকে যাবেন। এবং সেখান থেকে কল হিস্টরি মেনুতে প্রবেশ করলেই আপনার কল হিস্ট্রি পেয়ে যাবেন।

স্কিটো সিমের কল হিস্ট্রি বের করার উপায় ২০২৩

স্কিটো সিমে কল হিস্ট্রি দেখার জন্য আপনাকে skitto এর ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তারপর সেখানে আপনার স্কিটো একাউন্ট দিয়ে লগইন করতে হবে। তারপর সেখান থেকে ইউসেজ হিস্ট্রি সেকশন থেকে আপনার কল হিস্ট্রি দেখতে পাবেন।

তো এই ছিল আজকের আর্টিকেল। এই আর্টিকেলটি আমি ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন তথ্য জোগাড় করে লিখেছি। প্রকৃতপক্ষে আমার কাছে গ্রামীণফোন সিম ছাড়া অন্য অপারেটর নেই। তাই যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেল। আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button