মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আমাদের আজকের আলোচনার বিষয় হলো HSC Result Check With Marksheet । আজকে আমি আপনাদের এইচএসসি রেজাল্ট দেখার ২ টি উপায় শেয়ার করবো প্রথমটি হলো এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক দ্বিতীয়টি হলো ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট সহ দেখার নিয়ম।
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এস এম এস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। যেদিন রেজাল্ট প্রকাশিত হয় সেদিন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় অনেকে একসাথে ওয়েবসাইটে রেজাল্ট দেখার চেষ্টা করলে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায় অনেক সময়।
তবে এসএমএস এর মাধ্যমে সুবিধাটি হলো যেদিন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেই দিন সকালে যদি আপনি এসএমএস এ রেজাল্ট দেখার রিকুয়েস্টি পাঠিয়ে রাখেন তাহলে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তো চলুন এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায় জেনে নেওয়া যাক।
- ১) মোবাইলের SMS অপশনে গিয়ে Write SMS অপশনটিতে ক্লিক করতে হবে।
- ২) এরপর এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত রুপ লিখতে হবে ( HSC )
- ৩) এরপর স্পেস দিয়ে যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। (যেমনঃ DHAKA = DHA )
- ৪) এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে। এরপর স্পেস দিতে হবে।
- ৫) এরপর পরীক্ষার সাল অর্থাৎ যে সালে পরিক্ষা দিয়েছেন সেই সাল লিখতে হবে। যেমনঃ 2021, 2022, 2023)
- ৬) এবার এসএমএসটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণ:
General Board: HSC DHA 123456 2022 & send to 16222
Madrasah Board: Type HSC<>MAD<>ROLL<>YEAR & send to 16222
Technical Board: Type HSC<>TEC<>ROLL<>YEAR & send to 16222
এসএমএসটি পাঠানোর পরে আপনার ফোনে একটি ফিরতি এমএমএস এসে আপনার রেজাল্ট জানিয়ে দিবে। তবে জেনে রাখা ভালো পরিবার এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনার ফোনের ব্যালেন্স থেকে ২.৬৭ টাকা করে কেটে নেওয়া হবে।
আরও পড়ুন: এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম (গ্রেডশিট সহ )
অনলাইনের মাধ্যমে এইচএসসি ২০২৩ রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে প্রবেশ করুন। Eboard Results এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটির স্ক্রিনশট নিচে দেওয়া আছে।
তারপরে যাবতীয় তথ্যগুলো পূরণ করুন। Examination এর জায়গায় HSC/Alim/Equivalent সিলেক্ট করুন। Year এর জায়গায় আপনি যেই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটি সিলেক্ট করুন। Board এর জায়গায় আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুন।
আপনি মাদ্রাসা লাইনে পরীক্ষা দিয়ে থাকলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন। এবং Result Type এ Individual Result সিলেক্ট করুন। তারপর অটোমেটিক নিচে আরো দুটি অপশন আসবে রোল আর রেজিস্ট্রেশন নাম্বারের।
সেখানে আপনারা আপনাদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিন। Security key এখানে ছবিতে যেই নাম্বার গুলো দেখবেন সেই নাম্বার গুলো নিচের বক্সে হুবহু তুলে দিবেন। তারপরে Get Results এ ক্লিক করুন। আপনাদের বোঝার সুবিধার্থে নিচে ছবি দেওয়া হয়েছে ছবি গুলো দেখতে পারেন।

তারপরে আপনারা মার্কশিট সহ আপনাদের রেজাল্ট দেখতে পারেন।

তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।