আপনি যদি ইসলামিক স্ট্যাটাস বা ইসলামিক ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
আজকে আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনারা ইসলামিক স্ট্যাটাস। ইসলামিক ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
আমি কয়েক দিন ধরে ইসলামিক স্ট্যাটাস নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করেছি। এবং কয়েক হাজার ইসলামিক স্ট্যাটাস পড়েছি। এর মধ্যে থেকে আমার ব্যক্তিগতভাবে যেই ১০০টি ইসলামিক স্ট্যাটাস আমার ভালো লেগেছে, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
ইসলামিক স্ট্যাটাস। ইসলামিক ফেসবুক স্ট্যাটাস।
১. আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।
২. ** যাকে ভয় করি..!! তার নাম হাশর…!!! যাকে বিশ্বাস করি..!! তার নাম কুরআন…!!! যার কাছে আমি ঋণী..!! তার নাম মা…!!! যাঁকে নেতা মানি…!! তিনি হলেন রাসূল (স)…!! যার কাছে মাথা নতকরি..!! তিনি হলেন আল্লাহ
৩. রমজান মাসে এমন কিছু করা যাবে না যা শরীয়তপরিপন্থী। যেমন রোজাদারহীন ব্যক্তি রোজাদারদের সামনে পানাহার করা। সেই সাথে অশ্লীল ও অনৈতিক কার্যাবলী থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ বলেন- আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে নাÑ তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে।
৪. রমজান মাসের শেষের দশদিনের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরের জন্য বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে এবং সারা বিশ্ববাসীর শান্তি, ক্ষমা ও স্থিতিশীলতার জন্য দোয়া করতে হবে। মহান আল্লাহ বলেন, লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তম।
৫. মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। ___ হযরত আলী (রাঃ)
৬. ** আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।
৭. হযরত মোহামমদ (সাঃ) বলেছেন ২টা জিনিশ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস , ইহা ১০০% সত্য।
৮. যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।
৯. সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,যদি কর পাপ চেয়ে নাও মাফ, এসো নিয়ত করি,আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি …
১০. আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন। ___ _______(সূরা বাকারা)
১১. “আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।” _______বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
১২. মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না. ____হযরত আলী (রা:)
১৩. ‘নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেওয়া কোরমা – পোলাওয়ের চাইতেও উত্তম।”
১৪. সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখ, কেননা মানুষ কখনও পাহাড়ের সাথে হোচট খায়না। ছোট পাথরের সাথে খায়। —হযরত আলী (রাঃ)
১৫. মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ)
১৬. হে মুমিনগন,জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়.তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধ কর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ !
১৭. রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। ___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
১৮. তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়।” [হযরত আলী (রহঃ)]
১৯. পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা. …. (হযরত আলী রাঃ)
২০. যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]
২১. মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. হযরত মুহাম্মাদ সঃ
২২. নিশ্চয়ই আযান শ্রেষ্ঠ…..❤❤ জুম্মা মোবারক
২৩. হেদায়েত হচ্ছে…..!! হৃদয়ের বসন্ত….. ❤ যে পায়,,,, সে বদলে যায়……!!!
২৪. “যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো,আলহামদুলিল্লাহ 🥰🥀
২৫. আপনার মা-বাবার কি কোনো আবদার থাকতে পারে না……???
২৬. ❤❤হ্যা এটাই আমাদের ইসলাম❤❤❤❤
২৭. – ইচ্ছেগুলো প্রবিত্র হলে স্বপ্ন গুলো একদিন ঠিকই পূরন হবে 💙🥀ইনশাআল্লাহ 🖤🥰
২৮. নামাজ কখনো ছেড়ে দিও না… একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ!🌸🍂
২৯. ~ ও মদিনার বুলবুলি,তোমার নামের ফুল তুলি..🖤❤ – যতন করে হৃদয় মাঝে….🌴একা একা নিরিবিলি..🖤
৩০. বড় সেলিব্রিটিকে Follow না করে – হযরত মুহাম্মদ (সাঃ) কে Follow করুন জীবন বদলে যাবে।!🥰🥀
৩১. আলহামদুলিল্লাহ 💖🤲 একজন মুসলমানের এর চেয়ে বড় পরিচয় আর হতে পারে না 💖🤲
৩২. #জুম্মা মোবারক 🕋🕌🕋 🗼🗼━━━ ﷽━━━🗼🗼 ꧁𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤꧂ 🗼━━━━ ﷽━━━━🗼 ꕹ🕋ꕹ🕋ꕹ🕌ꕹ🕌ꕹ🕋ꕹ༆༊”আসসালামু আলাইকুম༊᭄ ༊᭄ আজ #শুক্রবার প্রবিত্র #জুম্মার দিন!༊᭄🤦♂ ༆༊ এই জুম্মার দিনের উছিলায় ༊᭄সকল #মুসলিম কে #মাফ করে দেন!!🥰🥀 ༊᭄ #আমিন﹏”ღ࿐🤲🤲
৩৩. °বিয়ে করলে গরীব ঘরের মেয়েকে বিয়ে করুন.!😊 °অর্থ বা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মানের জীবন সঙ্গী পাবেন.!😍❤
৩৪. শ্রেষ্ঠ Call হাই’য়া “আলাস সালাহ -অর্থ : নামাজের জন্য এসো.!😍❤🤲।
৩৫. বিপদে ফেলে শয়তান – আর বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ।!💖🤲
৩৬. যার দুঃখ বেশি।😂😂– তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি। ❤🥰 [ হযরত মুহাম্মদ (সাঃ) ]
৩৭. স্টাইল অবশ্যই থাকা উচিত। – তবে সেটা পোশাকে না চরিত্রে।!
৩৮. সর্ব কালের সেরা জুটি। – হযরত মোহাম্মদ (সাঃ) – হযরত খাদিজা (রাঃ)
৩৯. আমরা বলি আমাদের পাপ বেশি। -আল্লাহ্ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি।
৪০. সজিদে প্রথম কাতারে যদি ফকিরও বসে তাকে উঠানোর ক্ষমতা কোনো রাজার নেই। এটাই ইসলামের সৌন্দর্য।
৪১. আলিম হব, জাহিল থাকবনা। দাড়ি রাখব, মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব, জলে উঠুন ঈমানি শক্তিতে।
৪২. হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে । — ইবনুল খাতীব!
৪৩. কখনো হতাশ হলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিও। হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
৪৪. রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করেন। (মুসলিমঃ৪০৮)
৪৫. রাসূল (সাঃ) বলেছেনঃ উচ্চস্বরে কাঁদার কারনে মৃত ব্যক্তি কবরে আযাব ভোগ করবে।(বুখারি)
৪৬. জান্নাতের নেটওয়ার্ক হল ইসলাম, : : : সিম হল ঈমান। : : : বোনাস হল রমযান, : : : রিচার্জ হল নামাজ, : : আর হেলপ লাইন হল কোরআন।
৪৭. ঘুম নেই,নামাজ পরো মনে শান্তি নেই কোরআন পড়ো।
৪৮. বাড়ির কাছে মসজিদে যায় না। – স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।)
৪৯. গান শুনে- শুনে ঘুমানো নয়। – আল কুরআন শুনে ঘুমানো অধিকতর ভালো।
৫০. তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে ! – হযরত আলী (রাঃ)
৫১. তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে ! – হযরত আলী (রাঃ)
৫২. মানুষ আল্লাহর কাছে লক্ষ, কোটি টাকা আশা করে অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খোঁজে!!
৫৩. নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেওয়া কোরমা – পোলাওয়ের চাইতেও উত্তম।
৫৪. হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে , যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে । — ইবনুল খাতীব
৫৫. আলিম হব, জাহিল থাকবনা। দাড়ি রাখব, মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব, জলে উঠুন ঈমানি শক্তিতে।
৫৬. মসজিদে প্রথম কাতারে যদি ফকিরও বসে তাকে উঠানোর ক্ষমতা কোনো রাজার নেই। এটাই ইসলামের সৌন্দর্য।
৫৭. ভিক্ষা করার চেয়ে যে কোন সামান্য পেশাও শ্রেয়। – হযরত ওমর (রাঃ) ৷
৫৮. অহংকার মানুষকে নিন্মস্তরে নিয়ে যায়। —ইমাম গাজ্জালী (রাঃ)।
৫৯. ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে” —বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)
৬০. মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত ———–হযরত মোহাম্মদ (সাঃ)
৬১. পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন , যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে । _________হযরত মুহাম্মদ (সাঃ)
৬২. যদি তুমি মানো কুরআন আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান।
৬৩. ঐ সকল নারী জাহান্নামী, যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।” —বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!
৬৪. ’লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“ যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো। [ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
৬৫. তুমি জান্নাত চেওনা ব রং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। [হযরত আলী (রহঃ)]
৬৬. দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক -সুবাহানাল্লাহ
৬৭. ১০টাকার নামাজ শিক্ষার বইয়ে যা আছে, – পৃথিবীর দামী বইয়েও তা নেই !
৬৮. মাবুদ গো -মৃত্যুর সময় কালেমা নসিব করিও।
৬৯. সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ – যার বেতন হচ্ছে জান্নাত।
৭০. মায়ের সাথে উচ্চস্বরে- কথা বলোনা -কারন ‘ মা ‘ তোমাকে কথা বলা শিখিয়েছেন !
৭১. সূরা ফাতিহায় এতই বরকত যে। তা নাজিল হওয়ার সময় শয়তানো কেঁদে-ছিলো।
৭২. আয়াতুল কুরসি। পড়ে বাড়ি থেকে বের হলে। ৭০হাজার ফেরেশতা চর্তুদিক থেকে রহ্মা করে।
৭৩. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।
৭৪. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।
৭৫. নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
৭৬. নামাজ সব সমস্যার সমধান। নামাজ সব রোগের প্রধান ওষুধ। নামাজ নিজে পড়ুন।। অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম। নামাজ বেহেস্তের চাবি।
৭৭. সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
৭৮. আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন। __(সূরা বাকারা)
৭৯. বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা। আল্লাহ’র প্রতি অগাধ বিশ্বাসের নমুনা।
৮০. শুক্রবার মানেই– গরিবের হজ্বের দিন। জুম্মা মোবারাক।
৮১. কুরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে।- [সুবাহানাল্লাহ]
৮২. যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। -আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
৮৩. শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ ভালো আছি – আলহামদুলিল্লাহ -বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
৮৪. ভীষণ ও অন্ধকার কবর এ সফর দীর্ঘ সফর, -সঙ্গী সাথী থাকবে না কেউ ‘আল্লাহু’ ছাড়া।
৮৫. ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি । আল্লাহ্ এবং আল্লাহ্র রসূল (সাঃ) কে।
৮৬. ’লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“ যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো। [ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
৮৭. তুমি জান্নাত চেওনা ব রং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। [হযরত আলী (রহঃ)]
৮৮. দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক -সুবাহানাল্লাহ
৮৯. ১০টাকার নামাজ শিক্ষার বইয়ে যা আছে, – পৃথিবীর দামী বইয়েও তা নেই !
৯০. মাবুদ গো -মৃত্যুর সময় কালেমা নসিব করিও।
৯১. সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ – যার বেতন হচ্ছে জান্নাত।
৯২. মায়ের সাথে উচ্চস্বরে- কথা বলোনা -কারন ‘ মা ‘ তোমাকে কথা বলা শিখিয়েছেন !
৯৩. সূরা ফাতিহায় এতই বরকত যে। তা নাজিল হওয়ার সময় শয়তানো কেঁদে-ছিলো।
৯৪. আয়াতুল কুরসি। পড়ে বাড়ি থেকে বের হলে। ৭০হাজার ফেরেশতা চর্তুদিক থেকে রহ্মা করে।
৯৫. শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। -শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ।
৯৬. ভালোবাসাটা যদি নামাজের হয় । তাহলে ফলাফলটা হবে জান্নাত।
৯৭. কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে। কিন্তু আমাদের নবী (স:) আমাদের ভুলবে না। আমিন,
৯৮. জান্নাতের পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে। তিরমিজি শরীফ -২৫৪২।
৯৯. কাবা ঘরের ‘জমিন হচ্ছে, পৃথিবীর সর্ব প্রথম জমিন, সুবহানআল্লাহ
১০০. সিজদা তখনই কবুল হয়। যখন মাথার সাথে মনটাও আল্লাহর কাছে নত হয়।
তো এই ছিল আজকের আর্টিকেলে। আজকের আর্টিকেলে আমি ইসলামিক স্ট্যাটাস। ইসলামিক ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি। আপনারা এগুলো ফেসবুকে অথবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন।