জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ২০২৩

হঠাৎ করেই শুনলেন যে আপনার স্কুল বা কলেজে কোন কাজের জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ দরকার। বা কোন চাকরির আবেদনের সময় দেখলেন যে সেখানে আপনার অনলাইন কৃত জন্ম নিবন্ধন দিতে হবে। বা আপনাকে কেউ হঠাৎ করে বলল যে জন্ম নিবন্ধনের কার্ড অনলাইন না থাকলে করে নিতে হবে তাছাড়া ভবিষ্যতে সমস্যা হবে মানে কোন কাজ করতে গেলে হবে না। তো আপনার কাছে আগে থেকেই অলরেডি একটা জন্ম নিবন্ধনের কার্ড আছে। তো এক্ষেত্রে এখন কি করবেন?
নিশ্চয়ই সবার আগে জানতে চাইবেন যে আপনার জন্ম নিবন্ধনের কার্ডটি অনলাইনে আছে কিনা। যদি দেখেন যে আপনার জন্ম নিবন্ধনের কার্ডটি অনলাইনে নেই তাহলে অবশ্যই সেটি অনলাইন করার ব্যবস্থা নিবেন। তো আজকের এই টিউটোরিয়ালটা মূলত এই বিষয়েই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের কার্ডটি অনলাইনে আছে কিনা তা চেক করবেন। তো চলুন শুরু করা যাক।
কিভাবে চেক করবেন আপনার জন্ম সনদের কার্ডটি অনলাইনে আছে কিনা?
তো এটি করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করুন। everify bdris gov bd এই ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে আপনার জন্ম সনদের নাম্বার (১৭ ভিজিটের) এবং জন্ম তারিখ দিন। এবং ক্যাপচার ছবিতে যেই অংকটি রয়েছে তা নিচের বক্সে পূরণ করুন। তারপর সার্চ এ কিল্ক করুন।

তারপরে আপনি আপনার জন্ম-সনদ এখানে দেখতে পাবেন।

কিভাবে বুঝবেন যে জন্ম সনদটি অনলাইনে আছে কিনা?
যদি আপনার জন্ম সনদ নাম্বার ১৭ ভিজিটের হয় তাহলে বেশিরভাগই আপনি এই ওয়েবসাইটে সেটি খুঁজে পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ওয়েবসাইটে আপনার জন্ম সনদটি দেখা গেলেই সেটি অনলাইনে থাকার সম্ভাবনা বেশি থাকে। আপনার জন্ম সনদটি অনলাইনে আছে কিনা তা বোঝার জন্য আপনার নাম এ লক্ষ্য করবেন। জন্ম সনদে আপনার নাম বাংলা এবং ইংরেজি এই দুই অক্ষরে লেখা থাকলে বুঝবেন যে আপনার জন্ম সনদটি অনলাইনে আছে।

আর যদি আপনি আপনার নাম বাংলা এবং ইংরেজি এই দুই অক্ষরেই না পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনার জন্ম সনদটি অনলাইন করা নেই।
জন্ম সনদ অনলাইন করা না থাকলে কি করব?
আপনার জন্ম সনদটি যদি অনলাইন করা না থাকে তাহলে অবশ্যই সেটি অনলাইন করিয়ে নিতে হবে। তাছাড়া হঠাৎ একদিন শুনবেন যে কোন একটা কাজের জন্য আপনার জন্ম সনদটি প্রয়োজন। কিন্তু যখন সেটি জমা দিতে যাবেন তখন দেখবেন যে সেটি অনলাইন না থাকার কারণে হবেনা। তখন একটা ঝামেলায় পড়ে যাবেন। তাই আপনার জন্ম সনদটি অনলাইন করা না থাকলে এক্ষুনি সেটি করার প্রস্তুতি নিন।