নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৩

বর্তমান সময়ে প্রায় আমাদের সকলেরই নগদ একাউন্ট চালু রয়েছে। তবে আপনাদের মধ্যে কেউ কি কখনো ভেবেছেন নগদ একাউন্ট বন্ধ করার ব্যাপারে? হয়তো না। তবে কিছুসংখ্যক মানুষের হয়তো কোন কারনে নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে। আর আপনার যদি নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন না পড়ে তারপরে ও আটিকেলটি সম্পূর্ণ পড়বেন। কারণ ভবিষ্যতে কোন কারনে আপনার ও নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে। তো চলুন নগদ অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে জানা যাক।

যে কারণে আপনার নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে।

একাউন্টের নম্বর পরিবর্তন, একাউন্টের মালিকানা পরিবর্তন, অ্যাকাউন্ট বন্ধ করা ইত্যাদি কারণে আপনাদের নগদ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়তে পারে।

নগদ একাউন্ট বন্ধ করতে যা যা প্রয়োজন।

  • ১. আপনার একাউন্টের ব্যালেন্স শূন্য থাকতে হবে।
  • ২. যেই এনআইডি কার্ড দিয়ে একাউন্ট খুলেছেন সেই এনআইডি কার্ড থাকতে হবে।
  • ৩. যার এন আই ডি কার্ড দিয়ে একাউন্ট খোলা তার উপস্থিত থাকতে হবে।
  • ৪. একাউন্টের পূর্বের লেনদেন হিস্টরি জানা থাকতে হবে। (অতটাও প্রয়োজন নেই)

আপনার নগদ একাউন্টের ব্যালেন্স শূন্য না থাকলে যেভাবে শূন্য করবেন।

মনে করেন আপনার নগদ একাউন্টে ০.৪১ টাকা ব্যালেন্স আছে। এখন আপনার নগদ একাউন্ট বন্ধ করার জন্য এই ব্যালেন্সটা শূন্য করতে হবে। এখন‌ কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স শূন্য করবেন? সবার আগে আপনি নগদ অ্যাপসে প্রবেশ করুন। তারপরে সেন্ট মানিতে ক্লিক করুন। এবার আপনার ব্যালেন্সে যত টাকা আছে সেটা কোন বন্ধুর একাউন্টে সেন্ট মানি করে দিন। নগদ অ্যাপস ব্যবহার করে সেন্ড মানি করার কারণে সেন্ট মানি ফি পাঁচ টাকা আপনাকে দিতে হবে না। আর আপনি শূন্য দশমিক পরিমাণ টাকা ও সেন্ট মানি করতে পারবেন। তাহলে এবার আপনার নগদ একাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে গেছে। তো চলেন এবার দেখা যাক আপনার নগদ অ্যাকাউন্টটি কিভাবে বন্ধ করবেন।

নগদ কাস্টমার কেয়ারে যেয়ে একাউন্ট বন্ধ করার নিয়ম।

নগদ কাস্টমার কেয়ারে যেয়ে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার নগদ একাউন্টি যার নামে এবং যার আইডি কার্ড দিয়ে খোলা আছে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার সেই আইডি কার্ডও সাথে নিয়ে যেতে হবে। তারপর কাস্টমার কেয়ারে যেয়ে বলবেন যে আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে চান। তারপর কাস্টমার কেয়ারে দায়িত্বে থাকা লোকটি আইডি কার্ড চাইবে এবং ফেস ভেরিফাই করার প্রয়োজন ও পড়তে পারে। তারপর আপনার কাছ থেকে অ্যাকাউন্টের পূর্বের লেনদেন সম্পর্কে জানতে চাইতে পারে। যেটুকু জানা থাকবে সেটুকু আপনি তাদেরকে বলে দিবেন। এবং আপনার কাছ থেকে আরও শুনতে চাইতে পারে যে কেন একাউন্টটি বন্ধ করবেন। এক্ষেত্রে আপনার কারণটি আপনি তাদেরকে বলে দিবেন। তাহলেই তারা আপনার একাউন্টটি বন্ধ করার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

ঘরে বসে যেভাবে নগদ একাউন্ট বন্ধ করবেন।

ঘরে বসে নগদ একাউন্ট খোলা কতই না সহজ তাই না। তবে দুঃখের বিষয় এই যে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে এই সেবাটি এখনো চালু হয়নি। মানে আপনার নগদ একাউন্টটি আপনি বন্ধ করতে চাইলে আপনাকে অবশ্যই একাউন্টের মালিক এবং আইডি কার্ড সহকারে কাস্টমার কেয়ারে যেতে হবে।

পুনরায় একাউন্ট খুলতে চাইলে যা করতে হবে।

যারা তাদের নগদ একাউন্টটি বন্ধ করতে চান তাদের মধ্যে এই প্রশ্নটি অনেক কমন। আপনি চাইলেই খুব সহজেই আপনার বন্ধ করে নেওয়া নগদ একাউন্টটি খুলতে পারবেন কোনরকম ঝামেলা ছাড়াই। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আপনার যদি নগদ একাউন্ট নিয়ে আরো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button