নগদ একাউন্ট দেখার নিয়ম, কোড ও ব্যালেন্স দেখার উপায় ২০২৩

আমাদের যাদের যাদের নগদ একাউন্ট আছে তারা অবশ্যই একাউন্টের ব্যালেন্স দেখা সমন্ধে জানতে চাই। কিন্তু কিভাবে একাউন্টের ব্যালেন্স দেখতে হয়? তা হয়তো আমাদের জানা নেয়। আর এ কারণেই আমরা অন্যদের হাতে আমাদের মোবাইলটি দিয়ে থাকি। যার ফলে আমাদের অ্যাকাউন্ট টা অনেক ঝুঁকিতে থাকে। তো আজকে আমি আপনাদের সেই সম্বন্ধে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন। নগদ একাউন্টের ব্যালেন্স দেখার দুটি পদ্ধতি আমি শেয়ার করব। একটি হচ্ছে নগদ এর এন্ড্রয়েড অ্যাপস দিয়ে যেভাবে নগদের একাউন্টের ব্যালেন্স চেক করবেন। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে কিভাবে ডায়াল করে কোডের মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়।।

নগদের অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে যেভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন।

তো নগদের এন্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে নগদের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে nagad অ্যাপসটি ইন্সটল করে ওপেন করতে হবে।

তারপরে আপনার নগদ একাউন্টের নাম্বারটি দিয়ে লগইন করতে হবে।

তারপরে আপনাদের নগদ একাউন্টের পিন নাম্বারটি দিতে হবে।

তারপরে নগদ থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং অটো লগইন হবে। তারপরে নগদ অ্যাপস থেকে আপনি আপনার একাউন্টের সবকিছু দেখতে পারবেন। ব্যালেন্স জানার জন্য “ব্যালেন্স জানতে ট্যাপ করুন”এ ক্লিক করবেন।

তারপরে আপনি আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

ব্যালেন্স দেখা ছাড়াও নগদ অ্যাপস থেকে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। যেমন আপনি কোন মাসে কত টাকা লেনদেন করেছেন সেইটা দেখতে পারেন। আপনার লেনদেনের হিস্ট্রি দেখতে লেনদেন এ ক্লিক করুন।

তারপরে আপনি আপনার লেনদেনের সকল তথ্য এখানে দেখতে পারবেন।

এছাড়াও আমার নগদ অপশন থেকে আপনি আপনার একাউন্টের সকল তথ্য পেয়ে যাবেন।

কোডের মাধ্যমে যেভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন।

নগদের ডায়াল কোড হচ্ছে *১৬৭#

কোডের মাধ্যমে নগদের ব্যালেন্স দেখার জন্য আপনার ফোনের ডায়ালপ্যাডটি ওপেন করুন।

তারপর ডায়াল করুন *১৬৭#

তারপর মেনু থেকে ৭ নম্বর অপশনটি সিলেক্ট করুন।

তারপর এক নম্বর অপশনটি সিলেক্ট করুন।

তারপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিন।

তারপর আপনি আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি কাজে লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button