নগদ এর পিন ভুলে গেলে কি করবেন।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? অনেক সময় আমরা আমাদের নগদ একাউন্টের পিন ভুলে যাই। আর পিন না জানা থাকার কারণে নগদ এ আমাদের টাকা পড়ে থাকে, তুলতে পারিনা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নগদ একাউন্টের পিন রিসেট করবেন, বা নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কি করবেন।তো চলুন দেখে নেওয়া যাক।
পিন রিসেট করার জন্য আপনার নগদ একাউন্টটি যেই আইডি কার্ড দিয়ে খোলা সেই আইডি কার্ডটির নম্বর এবং জন্ম সাল প্রয়োজন পড়বে।তো সেটি হাতের কাছে নিন এবং তারপর নিচের স্টেপগুলো ফলো করুন।
প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাড ওপেন করুন।

তারপর ডায়াল করুন *১৬৭#

তারপর ৮ নম্বর অপশন সিলেক্ট করুন।

তারপর ১ নম্বর অপশন সিলেক্ট করুন।

তারপর আপনাদের এন আইডি কার্ডের নাম্বারটি এখানে দিন।

তারপর এনআইডি কার্ড এ থাকা জন্ম সালটি দিন।

তারপর আপনি যদি আগামী ৯০ দিনের মধ্যে কোন লেনদেন করে থাকেন তাহলে ১ নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আর না করে থাকলে ২ নম্বর অপশন সিলেক্ট করবেন। আমি ৯০ দিনের মধ্যে লেনদেন করেছি তাই ১ নম্বর অপশন সিলেক্ট করলাম।

তারপর আপনি যেই লেনদেনটি করেছেন সেটি সিলেক্ট করুন। আমি টাকা তুলেছি তাই ক্যাশ আউট দিলাম।

তারপর কত টাকা লেনদেন করেছেন সেটি লিখুন।

তারপর আপনাদের ফোনে এসএমএস আসবে। যারা ২ নম্বর অপশন সিলেক্ট করেছিলেন তাদের আর লেনদেনের তথ্য দিতে হবে না। তাদের ফোনেও একই রকম এসএমএস আসবে।

তারপর আবার ডায়াল করুন *১৬৭#

তারপর এখানে আপনাদের নতুন পিনটি দিন।

তারপর আবার পিনটি কনফার্ম করুন।

তাহলেই আপনাদের পিনটি চেঞ্জ হয়ে যাবে।
তো এই ছিল আজকের টিউটোরিয়ালে।আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।