আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়

মনে করেন হঠাৎ একদিন পুলিশ আপনার বাসায় চলে এসেছে। এবং তাদের কাছ থেকে জানতে পারলেন যে আপনি একটা মার্ডার কেসের সাথে জড়িয়ে পড়েছেন। তখন কেমন শোক লাগবে আপনার? হ্যাঁ এমনটাও আপনার সাথে হতে পারে যদি আপনার অজান্তেই আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে নিয়ে অন্য কেউ তা ব্যবহার করে। আর সে ব্যক্তি যদি কোন মামলার সাথে জড়িয়ে পড়ে তখন আপনিও সেই মামলার ঝামেলায় পড়তে পারেন। হ্যাঁ এই ছোট্ট একটি জিনিস আপনার জীবনে অনেক বড় ঝামেলা এনে দিতে পারে। তাই আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়ুন এবং তারপর চেক করুন যে আপনার এন আইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে রাখে নিতো।
আপনার এন আই ডি কার্ড দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে রাখলে কি করবেন?
যদি দেখতে পান যে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। তাহলে সঙ্গে সঙ্গেই আপনি কোন এজেন্ট এর কাছে যাবেন এবং বলবেন যে আপনি ওই সিমটা ডিএক্টিভেট করতে চান। তাহলেই তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সঙ্গে সঙ্গেই সিমটা বন্ধ করে দিবে। এক্ষেত্রে ২০০ টাকার মতো খরচ পরতে পারে।
আপনার এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা কিভাবে চেক করবেন।
তো এটি করার জন্য আপনার ডায়াল প্যাড ওপেন করুন।

তারপর ডায়াল করুন *১৬০০১# এবং কল করে দিন।

তারপর আপনার এনআইডি কার্ড এর শেষের চারটি কোড বসিয়ে দিন।

তারপর আপনাকে এসএমএস করে জানিয়ে দেয়া হবে।

এখানে রেজিস্ট্রেশন করা নাম্বার গুলো শেষের পাঁচটি নাম্বার দেখতে পাবেন।
নোট:আপনার এন আই ডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে যেই সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে সেই সিমটি দিয়ে এটি করতে হবে। তা না হলে ওই এনআইডি কার্ডের তথ্য পাবেন না।
“Document/NID last 4 digits mismatched with registered SIM” এমনটা আসার কারন?
যদি আপনার ফিরতি এসএমএস এ এইরকম আসে তাহলে বুঝবেন যে আপনি আপনার এনআইডি কার্ডের শেষের যেই চারটি নাম্বার দিয়েছেন তা সঠিক নয়।
প্রশ্ন: সকল অপারেটরে এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখার কোড কি একই না আলাদা আলাদা?
উত্তর: বাংলাদেশের সকল অপারেটর এর ক্ষেত্রে এই কোডটি একই।*১৬০০১#