পেট ব্যথা কমানোর দোয়া

আপনি যদি পেট ব্যথা কমানোর দোয়া বা পেট ব্যথা করলে যে দোয়া পড়বেন সেই সম্বন্ধে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনারা পেট ব্যথা কমানোর দোয়া জানতে পারবেন। আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়লে আপনারা পেট ব্যথা কমানোর আরবি দোয়া,বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ জানতে পারবেন।

হঠাৎ করে পেটে চিন চিন ব্যথা শুরু হয়েছে, গভীর রাত বা বাজার থেকে বাসা অনেক দূরে ওষুধ পেতে অনেক সময় লেগে যাবে, এখন কি করবে? এরকম সময় পেটের ব্যথা কমাতে হাদিসে অনেক দোয়া এসেছে। যা পড়লে আপনাদের পেটের ব্যথা কম হবে বা ভালো হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই পেট ব্যথা কমানোর দোয়া গুলো।

পেট ব্যথায় যে দোয়া পড়বেন

উসমান ইবনে আবুল আস আস-সাকাফি (রা.)-এর ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনি একবার রাসুল (সা.)-এর কাছে পেটের ব্যথার কথা জানান। তিনি বলেন, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে। তখন রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বোলো। এরপর সাতবার বোলো-

পেট ব্যথা কমানোর দোয়া

উচ্চারণ : ‘আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।’

অর্থ : আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

উসমান (রা.) বলেন, 

‘আমি এই রূপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি পরিবার-পরিজন ও অন্যদের এরকম করার নির্দেশ দেই।’(মুসলিম, হাদিস : ৪১৯৯; আবু দাউদ, হাদিস : ৩৮৫১)

আরও পড়ুন: রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি?

সুস্থ হওয়ার দোয়া

আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন কোনো রকম অসুস্থতা অনুভব করে অথবা কোনো ভাই অসুস্থতা কিংবা অস্বাভাবিকতা অনুভ করে; তখন সে যেন এই দোয়াটি পড়ে, তাহলে সে সুস্থ হয়ে যাবে-

পেট ব্যথা কমানোর দোয়া

উচ্চারণ : রাব্বুনাল্লাহুল লাজি ফিস সামা-ই তাকাদ্দাসা ইসমুক, আমরুকা ফিস সামা-ই ওয়াল আরদ্ব, কামা রাহমাতুকা ফিস সামা-ই, ফাজআল রাহমাতুকা ফিল আরদ্ব, ইগফির লানা হুউবানা ওয়া খাতা-য়া-না আনতা রাব্বুত তাইয়িবিন, আনযিল রাহমাতাম মিন রাহমাতিকা, ওয়া শিফাউম মিন শিফা-ইকা আলা হাজাল ওয়াজ-ই।

অর্থ : হে আমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমানে রয়েছেন। আপনার নাম সম্মানিত, আসমান-জমিনে আপনার কর্তৃত্ব, আসমানে যেমন আপনার রহমত তেমনি জমিনেও বর্ষণ করুন। আমাদের পাপ ও গুনাহ মার্জনা করুন। আপনি সুস্থ-সৎদের প্রতিপালক, আপনার বিপুল রহমত থেকে রহমত বর্ষণ করুন। এই ব্যথা-যন্ত্রণায় আরোগ্য দান করুন। (আবু দাউদ, হাদিস : ৩৮৯২; নাসায়ি, হাদিস : ১০৮৭৬)

আরও পড়ুন: অযুর দোয়া ও নিয়ত

শেষ কথা

আপনারা অসুস্থতায় ও পেট ব্যথায় উপরে বলা দোয়া গুলো পড়বেন। তবে মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড়। আপনি যদি বিপদে পড়ে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন আর তিনি যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সুস্থ করে দিবেন। আর দোয়া করার পরেও যদি আপনারা সুস্থ না হন তাহলে হতাশ হবেন না মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। হয়তো তিনি আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করতে চাইছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button