রবি নাম্বার চেক কোড, মিনিট চেক কোড, ব্যালেন্স চেক কোড, ইন্টারনেট চেক কোড, এসএমএস চেক কোড, এম এম এস চেক কোড, ইমারজেন্সি ব্যালেন্স চেক, মিসকল অ্যালার্ট, রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড, এই সকল চেক কোড গুলো আজকে আপনাকে জানাবো আপনি যদি রবি সকল চেক কোড গুলো জানতে চান বা কিভাবে চেক করতে হয় তা জানতে চান তাহলে আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
আমরা সাধারণত একসাথে একাধিক সিম কার্ড ব্যবহার করে থাকি। আমাদের এই একাধিক সিম ব্যবহার করার কারণে আমরা সিম কার্ডের কিছু ইনফরমেশন মনে রাখতে পারিনা । যেমন কিভাবে নাম্বার চেক করতে হয় বা কিভাবে আপনার নাম্বার দেখবেন আপনার ব্যালেন্স অবশিষ্ট কত আছে তার জানেন না এখন জানতে চাচ্ছেন এইজন্যই আজকে আমাদের এই পোস্ট আপনি রবি ব্যবহারকারী হয়ে থাকলে এই পোস্ট-টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । এখানে আমরা রবি এর সকল প্রয়োজনীয় চেক কোড গুলো একত্রিত করেছি । এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোডটি জেনে নিন এবং আপনার ফ্যামিলি বাসা বাসায় মানুষের সাথে এটি শেয়ার করতে পারেন । নিচে সকল চেক কোড গুলো দেওয়া হল ।
রবি সকল প্রয়োজনীয় চেক কোড
- রবি নাম্বার চেক কোড *2#
- রবি ব্যালেন্স চেক কোড *222#
- রবি মিনিট চেক কোড *222*3#
- রবি এমবি চেক কোড *8444*88#
- রবি এস এম এস চেক কোড *222*11#
- রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড *1# বা *222#
- রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড *123*007#
এই সমস্ত চেক কোড গুলো আমরা রবি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি তাই কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই ।
রবি নাম্বার চেক কোড
আপনি যদি আপনার মোবাইলে থাকা রবি সিম কার্ড এর নাম্বার টি জানতে চান বা চেক করতে চান তাহলে রবি নাম্বার চেক কোড আপনাকে সাহায্য করবে আপনার মোবাইলের সিম কার্ডের নাম্বার টি দেখতে ডায়াল করুন *2# আপনার সামনে প্রদর্শিত হবে আপনার রবি নাম্বার টি ।
রবি ব্যালেন্স চেক কোড
আপনার বর্তমান ব্যালেন্স কত টাকা বা আপনার রবি সিমকার্ড বর্তমান ব্যালেন্স কত জানতে ডায়াল করুন *222#আপনার সামনে প্রদর্শিত হবে আপনার বর্তমান রবি ব্যালেন্স ।
রবি মিনিট চেক কোড
আপনি কি মিনিট অফার করা করেছেন এবং কিভাবে আপনার বর্তমান মিনিট ব্যালেন্স চেক করবেন তা বুঝতে পারছেন না তাহলে রবি মিনিট ব্যালেন্স চেক কোড আপনাকে সাহায্য করবে। রবি মিনিট ব্যালেন্স দেখতে ডায়াল করুন *222*3#আপনার সামনে প্রদর্শিত হবে আপনার বর্তমান রবি মিনিট ব্যালেন্স ।
রবি এস এম এস চেক কোড
আপনি আপনার বর্তমান এসএমএস অফারটির কতটুক অবশিষ্ট রয়েছে বা আপনি আপনার বর্তমান এসএমএস ব্যালেন্স চেক করতে চাচ্ছেন তাহলে আপনাকে রবি এসএমএস চেক কোড সাহায্য করবে। রবি এসএমএস ব্যালেন্স জানতে ডায়াল করুন *222*11# আপনার সামনে প্রদর্শিত হবে আপনার এসএমএস ব্যালেন্স ।
রবি ইন্টারনেট চেক কোড
আপনার ইন্টারনেট ব্যালেন্স বা কত এমবি অবশিষ্ট রয়েছে তা জানতে ডায়াল করুন *8444*88#আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স ।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স লোন নিয়ে থাকেন এখন বর্তমানে ইমারজেন্সি ব্যালেন্স লোন এর পরিমাণ কত অবশিষ্ট ব্যালেন্সের পরিমাণ কত জানতে ডায়াল করুন *1# বা *222#আপনার সঙ্গে প্রদর্শিত হবে আপনার বর্তমান ইমারজেন্সি ব্যালেন্স এর অবশিষ্ট পরিমাণ ।
রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড
আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে গেছে এখন আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কোন কল করা দরকার বা এসএমএস করা দরকার এখন আপনার জরিমানা ব্যালেন্স প্রয়োজন তাহলে আপনাকে রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড সাহায্য করবে ব্যালেন্স লোন নিতে ডায়াল করুন *123*007#আপনার নাম্বারে সর্বনিম্ন 13 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে ।
আমরা আপনাকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। এই তথ্যগুলো আমরা রবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি।