রোজা কবে থেকে শুরু হবে ২০২৩

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? ইসলাম ধর্মের একটি অন্যতম ইবাদত হচ্ছে রোজা। মুসলমান হিসাবে আমাদের সকলের রোজা পালন করা উচিত। আজকে আমি আপনাদের সাথে ২০২৩ সালের কত তারিখে রোজা শুরু হতে যাচ্ছে এবং শেষ হতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।

২০২৩ সালে রোজা কবে থেকে শুরু হবে।

তো চলুন কারো মুখের কথা না শুনে ডাইরেক গুগল মামাকে জিজ্ঞেস করা যাক।

roja kobe theke shuru 2023

গুগলের হিসাব অনুযায়ী প্রথম রোজা হচ্ছে বাইশে মার্চ বুধবার সন্ধ্যা থেকে। অর্থাৎ ২২(ইংরেজি তারিখ) তারিখে রাতে চাঁদ দেখা যাবে। এবং ২৩(ইংরেজি তারিখ) তারিখ ভোরে আমাদের সেহরি খেতে হবে। এবং রোজার শেষ তারিখ হচ্ছে ২০ এপ্রিল। তবে মনে রাখবেন আরবি মাস গুলো চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই এক বা দুইদিন আগে পিছে হতে পারে।

মূল কথা : ২০২৩ সালের মার্চ মাসের ২৩ তারিখে প্রথম রোজা হবে।

তো এই ছিল আজকের আর্টিকেলে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button