আপনি যদি রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
আজকের আর্টিকেলটি পড়লে আপনারা রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া জানতে পারবেন। আজকের আর্টিকেলে আমি রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি,বাংলা অর্থ এবং বাংলা উচ্চারণ সহ আপনাদের কাছে তুলে ধরব।
রোজায় সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নিই রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া।
রোজার নিয়ত
আরবি:

বাংলা উচ্চারণ: ‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।’
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
আরও পড়ুন: দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ
ইফতারের দোয়া
আরবি:

বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি – আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু
অর্থ: ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।’
শেষ কথা
এই ছিল রোজার নিয়ত ও ইফতারের দোয়া। এগুলো মেনে আপনারা রোজা পালন করলে রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ।