এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম (গ্রেডশিট সহ )

এসএসসি রেজাল্ট প্রকাশের সময় চলে এসেছে কিন্তু অনেকেই জানে না কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হয়। তাই আজেকে আপনাদের সাথে ssc result check করার সহজ উপায় শেয়ার করবো। আমাদের দেখানো উপায়ে রেজাল্ট চেক করতে আপনার কোনো প্রকার টাকা খরচ হবে না। তো চলুন জানা যাক।
তো এসএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম
উপরের ছবিতে দেখানো ওয়েবসাইটে প্রবেশের পর Examination এর জায়গায় SSC/Dakhil/Equivalent সিলেক্ট করে দিন। Year এর জায়গায় আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল সিলেক্ট করে দিন। তারপর Board জায়গায় আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন। তারপর তারপর আপনার Roll এবং রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে পূরণ করুন। তারপরে ক্যাপচা বক্সে যেই অংকটি দিবে সেটি পূরণ করে দিন। তারপর সাবমিট এ ক্লিক করুন।

তারপরে আপনি আপনার রেজাল্টটি গ্রেটসিট সহ দেখতে পাবেন। উপরে আপনার ব্যক্তিগত তথ্য এবং জিপিএ আর নিচে গ্রেটসিট দেখতে পারবেন।

আরও পড়ুনঃ অযুর দোয়া ও নিয়ত
সাবমিট করার পরে পেজ লোড হচ্ছে না কেন?
এটি একটি সরকারি ওয়েবসাইট। যখন রেজাল্ট প্রকাশ হয় তখন পুরো বাংলাদেশ থেকে সকলেই একসাথে এই ওয়েবসাইটটি লোড করে। ফলে সার্ভারে অনেক চাপ পড়ে। আর এই কারণেই পেজটি লোড হতে চায় না। এমনটা হলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবেন।