ওয়ালাইকুম আসসালাম অর্থ কি?

আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন? অনেকেই জানতে চান ওয়ালাইকুম আসসালাম অর্থ কি তাই আমাদের আজকের আলোকনার বিষয় হচ্ছে সালামের জবাব বা ওয়ালাইকুম আসসালাম অর্থ কি (Wa alaykumu as-salam meaning in Bangla) তো চলুন বিস্তারিত জেনে নেই।
সালাম হচ্ছে সহজে পালন যোগ্য একটি ইবাদত। সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাই আমাদের উচিত সহি শুদ্ধ ভাবে সালাম এবং সালামের জবাব দেওয়া। সহি শুদ্ধ সালাম নিয়ে আমাদের ওয়েবসাইটে পূর্বের একটি পোস্ট রয়েছে আপনারা চাইলে পরে আসতে পারেন।
আরও পড়ুনঃ আসসালামু আলাইকুম অর্থ ও সহিহ শুদ্ধভাবে সম্পূর্ণ সালাম শিখেনিন
যেহেতু সালাম এবং সালামের জবাব সহি শুদ্ধ ভাবে দিতে হয় এবং লিখতে হয় তাই অনেকেই এটি জানতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওয়া আলাইকুমুস সালাম ইসলামিক অর্থ কী?,Wa alaykumu as-salam ortho ki?,Wa alaykumu as-salam অর্থ কী লিখে সার্চ করে থাকে।
ওয়া আলাইকুমুস সালাম অর্থ, আরবি,বাংলা,ইংরেজি
আরবি | وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ |
বাংলা | ওয়া আলাইকুমুস সালাম |
ইংরেজি | Wa Alaykumu As-Salam |
অর্থঃ | আপনার ওপর ও শান্তি বর্ষিত হোক |
ওয়ালাইকুম আসসালাম বানান ?

সচরাচর জিজ্ঞাস্য ?
সালাম হচ্ছে অত্যন্ত সহজে পালন যোগ্য একটি ইবাদাত। সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাব দেয়া ওয়াজিব তাই আমাদের উচিত সহিহ শুদ্ধভাবে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া।
Wa Alaykumu As-Salam
আপনার ওপর শান্তি বর্ষিত হোক
আপনার ওপর ও শান্তি বর্ষিত হোক